শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

উয়েফা বর্ষসেরার ট্রফি জিতলেন করিম বেনজেমা 

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০০ ১২ ০১  

উয়েফা-বর্ষসেরার-ট্রফি-জিতলেন-করিম-বেনজেমা 

উয়েফা-বর্ষসেরার-ট্রফি-জিতলেন-করিম-বেনজেমা 

উয়েফা বর্ষসেরার পুরস্কারটি প্রথমবারের জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এর আগে ২০১২-১৩ মৌসুমে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতেছেন ফ্রাঙ্ক রিবেরি। সেবার বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন রিবেরি।

উয়েফার সেরা বেছে নেওয়ার জন্য বিবেচনা করা হয় ইউরোপিয়ান ফুটবল মৌসুমে ক্লাব ও দেশের হয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স। প্রথমে এর ‘টেকনিক্যাল স্টাডি গ্রুপ’ বিবেচিত সময়ে খেলোয়াড়দের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ১৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে। সেই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে বিচারকদের ভোটে বেছে নেওয়া হয় সেরা তিন।

বিচারক হিসেবে থাকেন ওই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে খেলা ক্লাবগুলোর কোচ এবং উয়েফার সদস্যদেশগুলোর মধ্য থেকে নির্বাচিত সাংবাদিকেরা। কোনো কোচ তার নিজের ক্লাবের খেলোয়াড়কে ভোট দিতে পারেন না।

এই সময়কালের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজনের পারফরম্যান্স বিবেচনা করে বিচারকদের ভোট গেছে তার বাক্সে। এই সময়ে বেনজেমা দেশের হয়ে কিছু জিততে পারেননি। তবে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। লা লিগায় করেছেন ২৭ গোল আর চ্যাম্পিয়নস লিগে ১৫টি।

বেনজেমার দুই প্রতিদ্বন্দ্বীদের একজন ডি ব্রুইনা গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন শুধু প্রিমিয়ার লিগ শিরোপা। আরেক প্রতিদ্বন্দ্বী কোর্তোয়া তো বেনজেমার রিয়ালের সতীর্থই। রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে গোল পোস্টের নিচে তিনি ছিলেন এককথায় অসাধারণ। তবে স্ট্রাইকার বলেই বেনজেমার পারফরম্যান্স অনেক বেশি আলোচিত হয়েছে।

শেষ ষোলো আর শেষ আটে বেনজেমার পারফরম্যান্স ছিল অনন্য। শেষ ষোলোর দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাট্রটিক করে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে রিয়ালকে কোয়ার্টার ফাইনালে তোলেন বেনজেমা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয়েও হাাটট্রিক করেন তিনি।

একইভাবে রিয়ালকে এত কিছু জেতানো ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস।

Provaati
    দৈনিক প্রভাতী